হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কুম ধর্মীয় শিক্ষা কেন্দ্রের উপপরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হামিদ মালেকি ৫ নভেম্বর ২০২৫ "দেশব্যাপী হাওজা শিক্ষার্থীদের বিষয়ক কর্মকর্তাদের সম্মেলনে" বলেন: শিয়া ইতিহাসে আগে কখনো এমন সুযোগ হাওজাগুলির সামনে আসেনি।
শত্রুরা আজকের আলেম সমাজের অবস্থানে ক্রুদ্ধ
হাওজার উপপরিচালক আরও বলেন: আজ আলেম সমাজ এমন এক মর্যাদায় পৌঁছেছে যা তুলনাহীন। শত্রুরা এই মর্যাদায় ক্ষুব্ধ এবং তাদের অপপ্রচার ও ষড়যন্ত্র এরই প্রতিফলন।
তিনি আরও বলেন: আমাদের উচিত আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা যে, তিনি আলেম সমাজকে এই সুযোগ দিয়েছেন। এখন সময় দিনরাত পরিশ্রম করার। যে কেউ তার দায়িত্ব পালনে গাফিলতি করবে, ভবিষ্যতে তার জবাব দিতে পারবে না।
তিনি বলেন, শত্রুরা বহু বছর ধরে বিশ্বাসের দুর্গ দুর্বল করার পরিকল্পনা করেছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে লোক চিনে নিয়েছে, প্রলোভন দেখিয়েছে এবং ভাড়াটে কর্মী প্রস্তুত করেছে যেন সুযোগমতো আঘাত করতে পারে। তবু, সব ষড়যন্ত্র সত্ত্বেও, আলেম সমাজকে সতর্কতা ও সংগ্রামের মাধ্যমে তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষার্থীরা যেন নিজেদের ইমাম মাহদির (আ.) ঋণী মনে করে
হুজ্জাতুল ইসলাম মালেকি বলেন: আজকের যুগ হলো সেবা ও সহযোগিতার ক্ষেত্র। আমাদের নিজেদের ও শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা সর্বদা নিজেদের ইমাম মাহদির (আজ্জাল্লাহু তা‘আলা ফারজাহুশ-শরীফ) ঋণী মনে করে। এই দায়িত্ববোধই হাওযার স্থায়িত্ব ও সফলতার রহস্য।
তিনি আরও বলেন: হাওজা মানে হলো আহলে বাইত (আ.)-এর জীবনধারা ও আদর্শের ব্যাখ্যাকারী। শিক্ষার্থীরা যেন এই অবস্থানের মর্যাদা বোঝে এবং আন্তরিকতা, বিনয় ও আত্মবিশ্বাস নিয়ে ধর্মীয় শিক্ষা প্রচার ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করে।
ইমাম মাহদির (আ.) সেনাদের সেবা করা এক মহান দায়িত্ব
তিনি আরও বলেন: ইমাম মাহদির (আ.) সেনাদের সেবা করা এক মহৎ দায়িত্ব, যা মূলত ইসলামের সেবারই সমান। তাই, এই পথে যে কেউ পদক্ষেপ নেয়, সে ইসলামের শক্তিবৃদ্ধির পথে অগ্রসর হয়। সুতরাং, শিক্ষার্থীদের বিষয়ক দপ্তরে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলেমদের পোশাক হলো ইসলামের সেবার পোশাক
শেষে কুম হাওজার উপপরিচালক শিক্ষার্থীদের বিষয়ক কর্মকর্তাদের পরিশ্রমের প্রশংসা করে বলেন: আলেম ও শিক্ষার্থীরা সর্বদা মনে রাখবে-এই পোশাক হলো ইসলামের সেবার প্রতীক। এই অবস্থান ও দায়িত্বের মর্যাদা বুঝে তা যথাযথভাবে রক্ষা করতে হবে।
আপনার কমেন্ট